আইটিসেবা ইডুকেশন অ্যান্ড বাংলাদেশ এ্যাক্টিভিটিস (আইটিসেবা) একটি আইটিসেবা উন্নয়ন আইটি সাপোর্ট/এক্সপার্ট সংগঠন। আমাদের স্লোগান “প্রযুক্তির প্রশিক্ষণ-বেকাদের উন্নয়ন” আমরা ২০১৭ সাল থেকে বাংলাদেশে কম্পিউটার এন্ড আইটি সাপোর্ট পরিষেবা প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হল ছোট থেকে মাঝারি আকারের কোম্পানিগুলিকে টেকসই উপায়ে প্রযুক্তি ব্যবহার করে তাদের সাংগঠনিক ক্ষমতা তৈরিতে সহায়তা করা। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রশিক্ষিত দক্ষ তরুণদের সমন্বয়ে আইটি সাপোর্ট/এক্সপার্ট টীম তৈরি করা। দেশের প্রয়োজনীয় সেবা সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক মানের তথ্য-প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে বৈদেশিক মূদ্রা উপার্জনে দেশের অর্থনীতিতে অবদান রাখা। আমাদের এই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে ১টি সেন্টার সাপোর্ট, ২০টি আঞ্চলিক সাপোর্ট সেন্টার এবং স্থানীয় পর্যায়ে ৫০০ টি সাপোর্ট সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।